পদ্মা সেতু প্রকল্প : সরকারের নিজস্ব অর্থে বাস্তবায়িত এ প্রকল্পটিতে ব্যয় হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এটি এখন দৃশ্যমান স্বপ্নময় প্রকল্প। গত আগস্ট মাস পর্যন্ত সার্বিক বাস্তবায়ন হয়েছে ৫৭ দশমিক ৫০ শতাংশ। এছাড়া মূল সেতুর বাস্তবায়ন ৬৬ শতাংশ, জাজিরা প্রান্তের অ্যাপ্রোচ রাস্তা, মাওয়া প্রান্তের সড়ক, সার্ভিস এরিয়া-২ এর কাজ শতভাগ শেষ। নদীশাসন কাজ ৪২ দশমিক ৫০ শতাংশ শেষ হয়েছে। তবে পিলার জটিলতার কারণে বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যাওয়ায় প্রকল্পটির মেয়াদ এক বছর অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে। প্রকল্পটির কাজ শুরু হয়েছে ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে। সার্বিক অগ্রগতি হয়েছে ৫৭ দশমিক ৫০ ভাগ।